প্রধানমন্ত্রী শুধু এক তরফা দান করে আসেন: মির্জা আব্বাস

বিএনপি, রাজনীতি

Shadrul Abedin | 2023-08-27 19:45:57

বিদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এক তরফা দান করে আসেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, ‘ভারতের যা দরকার তা বাংলাদেশে এসে চেয়ে নিবে, বিনিময় চুক্তি হবে। কিন্তু ভারতের যা প্রয়োজন সেটা প্রধামন্ত্রী সেই দেশে যেয়ে দিয়ে আসেন।’

আরও পড়ুন: দেশে শান্তি ফিরিয়ে আনতে ছাত্রদলের প্রয়োজন: রিজভী

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দেশবিরোধী চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, ‘ভারত সফরে প্রধানমন্ত্রীকে একজন উপমন্ত্রী এসে রিসিভ করেছে। এতে আমি লজ্জিত হয়েছি। আমার দেশ লজ্জিত হয়েছে।’

আরও পড়ুন: দুর্নীতিতে ডুবে গেছে সরকার: মওদুদ

তিনি আরও বলেন, ‘রাতে ভোটচুরির মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের ভোটের প্রয়োজন নেই। এটা সারাবিশ্ব জানে।’

দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর