জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 03:13:17

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'আমরা যদি সত্যিকার অর্থে মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। যারা স্বৈরশাসক তারা সব সময় দেশে সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করে। এটা তারাই করে যারা জনগণের শাসন চায় না, গণতন্ত্র চায় না, দেশে সুশাসন চায় না।'

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধানে 'জাতীয় ঐক্যের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, 'ঐক্যের কথা মানুষ বোঝে। এটাও বোঝে যে, অনৈক্য থাকলে কীভাবে সন্ত্রাস-দুর্নীতি বাড়ে এবং দেশের কীভাবে ক্ষতি হয়। সুতরাং আমরা যে ঐক্যের ডাক দিয়ে নেমেছি আগামীতে এই ঐক্যে আরও সুসংগঠিত করে দেশকে জনগণের জন্য নিয়ে আসব।'

ড. কামাল বলেন, 'এখন পর্যন্ত আমরা দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে জনগণকে বুঝতে হবে, তারাই দেশের মালিক। মালিক হিসেবে আমি ঐক্যবদ্ধ হব, সুসংগঠিত হব। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করব যাতে জনগণ দেশের মালিক হিসেবে ভূমিকা রাখতে পারে।'

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, মুক্তিজোটের প্রধান সংগঠক আবু লায়েস মুন্না প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর