'খালেদা জিয়া ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে'

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 09:58:56

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, 'এরশাদ বিরোধী আন্দোলনেও আজকের মতো এত কর্মী ছিল না। আজ এ দলে কত নেতা। কোটিপতি নেতার অভাব নেই। কিন্তু আজ খালেদা জিয়া জেলে। তাকে ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে।'

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮ তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভা ও দোয়া মাহফিলে আয়োজন করে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন।

গয়েশ্বর বলেন, 'জীবন্ত খালেদা জিয়া আমাদের উৎসাহ উদ্দীপনা। তিনি জেলে থাকাতে আমাদের উৎসাহ-উদ্দীপনা ভোঁতা হয়ে গেছে। আজ চেতনার বিস্ফোরণ ঘটে না কেন? তার মানে আমরা এবং আমাদের চেতনার মধ্যে তফাৎ আছে। অথবা আমাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে। আমাদের প্রতিশ্রুতি যদি শক্ত অবস্থানে আসে, এর থেকে সাহসের সঞ্চার হয়। লক্ষ্য অর্জনের জন্য যখন প্রতিশ্রুতিতে আগাবো তখন কোনো বাধাই আটকাতে পারবে না।'

তিনি বলেন, 'পদ পাওয়া আর রাজনীতিবিদ হওয়া এক কথা নয়। ইতিহাসে অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন যারা বড় বড় কোনো পদের অধিকারী ছিলেন না। রাজনীতিবিদ বানায় জনগণ। তারপর আছে কী নাই এটা মুখ্য বিষয় না।'

তিনি আরও বলেন, 'ভোগবাদী সমাজব্যবস্থায় ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে মানবিক মূল্যবোধ ভূলুণ্ঠিত। আমার ভাই না খেয়ে মারা যাচ্ছে, যাক কিন্তু আমার এখন টাকা দরকার। প্রতিটি মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত আর এরকম পরিস্থিতির যখন সৃষ্টি হয় তখন জাতি তার শক্ত অবস্থানে দাঁড়াতে পারে না। জাতীয় ঐক্য ছাড়া কোনো দেশেই রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শক্ত অবস্থানে যাওয়া সম্ভব নয়।'

বিএনপি নার্সেস ও স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এ. জেড. এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, বিএনপি খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর