দেশে আওয়ামী অর্থনীতি প্রণীত হয়েছে: খসরু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 01:27:12

দেশে আওয়ামী অর্থনীতি প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু।

তিনি বলেন, দেশের অর্থনীতি পর্যালোচনা করলে দেখা যাবে বাংলাদেশের সাধারণ মানুষের ব্যবসা করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের চাকরি পাবারও সুযোগ নেই। এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে প্রণীত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এ মানববন্ধনের আয়োজন করে।

খসরু বলেন, প্রতিবছর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এর বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের আর কোনো সুযোগ নেই। এখানে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই।

ক্যাসিনো অভিযানের কথা টেনে খসরু বলেন, এমন লক্ষ অভিযান করেও এই দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অপকর্ম শেষ হবেনা। যারা অন্যায় অবিচার করছেন তাদের জন্য মাঠ খোলা আছে। কারণ এই দেশে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই একই কাজে ব্যস্ত। তারা আবার অন্যের কাজে কিভাবে বাধা দেবে। যেখানে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করেন ও একটি অনির্বাচিত সংসদ আইন পরিচালনা করেন সেখানে উভয়ই অবৈধ।

এ সম্পর্কিত আরও খবর