মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দূরত্বের নেপথ্য এবং অন্যান্য (২য় পর্ব)

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-11 17:08:02

আ. জ. ম. নাছির উদ্দীন। নগর পিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।


ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত তিনি। শুরুর দিকে স্পটলাইটে না থাকলেও ধীরে ধীরে এগিয়েছেন রাজনীতিতে। ২০০২-০৩ সালে অপারেশন ক্লিনহার্ট চলার সময় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন ভাগ্যগুণে। চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর অনুপ্রেরণায় রাজনৈতিক জীবন শুরু হলেও মাঝখানে সৃষ্টি হয়েছিলো দূরত্ব। কালক্ষেপণে সেই দূরত্বও ঘুঁচিয়েছেন। দলের জন্য নিয়েছেন জীবনঝুঁকি। সেই উপহারও পেয়েছেন বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে।

মেয়র নাছিরের রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক জীবনের অজানা কাহিনি নিয়ে তিন পর্বের ভিডিও সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আজ।

তৃতীয় পর্ব এখানে-
মনোনয়ন পেলেন যে কারণে (৩য় পর্ব)

এ সম্পর্কিত আরও খবর