মন্ত্রিত্ব পেলে মেনন এসব কথা বলতেন কি না প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 06:05:28

মন্ত্রিত্ব পেলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নির্বাচন নিয়ে এমন বিরূপ মন্তব্য করতেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়নি। তার বক্তব্য ভুলভাবে এসেছে কিনা সেটি জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে- এতোদিন পরে এই সময়ে কেন? নির্বাচন অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

তিনি বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব। তিনি ক্যাসিনো কাণ্ডের সময়ে কেন এ কথা বললেন, আগে কেন বললেন না। নির্বাচনের পরেও তো তিনি বলতে পারতেন।

যু্বলীগের চেয়ারম্যান ওমর ফারুকের গণভবনে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে যু্বলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করেন। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।

তিনি বলেন, ক্যাসিনো-কাণ্ডসহ কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুবলীগের বয়সসীমা নির্ধারণের প্রশ্নে তিনি বলেন, যুবলীগের গঠনতন্ত্রে কোনো সংশোধন আসবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে। সব বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সংরক্ষিত নারী আসনের এমপির পরীক্ষায় জালিয়াতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। দলীয়ভাবেও খোঁজ খবর নেওয়া হবে। প্রধানমন্ত্রীকে এ বিষয়টি আমি জানাব।

এ সম্পর্কিত আরও খবর