অনুমতি পেলে খালেদার সঙ্গে দেখা করবেন ড.কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 17:19:10

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাবেন জাতীয় ঐক্যফ্রন্ট। অনুমতি পেলে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন।

রোববার (২০ অক্টোবর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

ড. কামাল বলেন, ‘বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের যে সমাবেশ হওয়ার কথা রয়ছে, সেই সমাবেশের এখন পর্যন্ত অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি কোনো দয়া-মায়ার ব্যাপার নয়, এটা সাংবিধানিক অধিকার। দ্রুত সময়ের মধ্যে অনুমতি দেওয়া হোক। আমরা জনগণের ঐক্যের কথা সেখানে তুলে ধরব। কোনো সংঘাত-সংঘর্ষের ব্যাপার নয়, কোনো বিরোধের ব্যাপার নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেরিতে হলেও রাশেদ খান মেনন স্বীকার করেছেন গত ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি। এতে আমি খুশি হয়েছি। স্বীকার করার জন্য মেনন সাহেবকে ধন্যবাদ।’

আ স ম আবদুর রব বলেন, ‘সরকার সংবিধানের কথা তো মানছেই না। তারা কোনো নীতি-নৈতিকতার কথাও মানছে না। সম্পূর্ণ জাতি আজ উৎকণ্ঠিত। খালেদা জিয়ার একটি হাত নড়াচড়া করতে পারছেন না। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ। যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন জানানো হবে। অনুমতি পেলে তার সঙ্গে দেখা করতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।’

তিনি আরও বলেন, ‘সভা-সমাবেশ করা সাংবিধানিক অধিকার। আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে অধিকার আদায় করব।’

এ সম্পর্কিত আরও খবর