মনোনয়ন পেলেন যে কারণে (৩য় পর্ব)

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | 2024-01-12 21:03:20

আ. জ. ম. নাছির উদ্দীন। নগর পিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।


কর্ণেল ফারুকের জনসভা পণ্ড করে বাঁচিয়েছিলেন চট্টলার আওয়ামী রাজনীতিকে। সেদিন যদি ঝুঁকি না নিতেন তিনি, আজকে হয়তো সেখানকার আওয়ামী লীগের চিত্র ভিন্ন থাকতে পারতো। চলার পথে দুই কিংবদন্তি প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু তার অনুপ্রেরণা।

অন্যান্য সাবেক নেতাদের অবদানও স্বীকার করেন পরম শ্রদ্ধায়। এখনও সম্মানের সঙ্গে স্মরণ করেন তাদের সবাইকে। ভুল করেও এমন কিছুই কখনও বলেননা যেটা হিংসাত্মক। রাজনৈতিক শিষ্টাচার সবার মধ্যে থাকলে প্রতিহিংসা আর দ্বন্দ-সংঘাতের রাজনীতি কমে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর