অপকর্মকারীদের জাতীয় কংগ্রেসে থাকতে দেওয়া হবে না: চয়ন ইসলাম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 23:35:38

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম বলেছেন, ‘মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও অন্যান্য অপকর্মকারী এবং দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান। অপকর্মকারীদের আগামী জাতীয় কংগ্রেসে থাকতে দেওয়া হবে না। তাদের সঙ্গে আমরা নেই।’

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে কংগ্রেস প্রস্তুতি কমিটির সভার আগে তিনি এসব কথা বলেন।

চয়ন বলেন, ‘বিতর্কিতরা আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমরা এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছি। অনেকগুলো উপ-কমিটি করছি। এত বড় সম্মেলন, আমাদের সময় খুব কম, এত কম সময়ের মধ্যে দুঃসাধ্য ব্যাপার।’

যুবলীগের নেতাকর্মীরা অপকর্মে জড়ালে দায়ভার নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেখানেই অন্যায় দেখেছেন, সেখানেই প্রতিহত করেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এর বাইরে আপনারা কি চান? এখানে আর কোনো কথা থাকতে পারে না। যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সম্মেলন বাস্তবায়ন করতে দৃঢ় মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের একটাই চ্যালেঞ্জ-সম্মেলন সফল করা।’

আগামী কংগ্রেসে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে চয়ন বলেন, ‘যুবলীগ নিয়ন্ত্রণ করে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে কোনো নিয়ন্ত্রক নেই। সুতরাং তিনিই সিদ্ধান্ত নেবেন, নেতৃত্ব কেমন হবে।’

জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ মেয়াদ উত্তীর্ণ শাখাগুলোর কমিটি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে, সে নতুন কমিটি অন্যান্য শাখা কমিটি দেবে।

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ বলেন, ‘ঐক্যবদ্ধভাবে নতুন দিনের জন্য একটি সুন্দর সম্মেলন করে কমিটি দেওয়াই আমাদের প্রধান কাজ। আমরা নেত্রীর সঙ্গে পরামর্শ করে আপনাদের নিয়ে এটি করব।’

এ সময় প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সাঈদুর রহমান সাঈদ, ফারুক হোসেন, মজিবুর রহমান চৌধুরী, আনেয়ারুল ইসলাম, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, এসএম জাহিদ, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, উপ স্বাস্থ্য সম্পাদক হেলালুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হাসান নিখিল, সাধারণ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ রেজাউল করিম রেজাসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর