আরও ৩ যুবলীগ নেতার ব্যাংক হিসাব জব্দ

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 15:29:21

যুবলীগ নেতা আব্দুল মালেক মিয়া, মনি রহমান এবং এনামুল হক আরমানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত অর্থাৎ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে এনবিআর মঙ্গলবার (২২ অক্টোবর) এ আদেশ দিয়েছে।

ব্যাংকগুলোর কাছে এনবিআরের পাঠানো চিঠিতে আব্দুল মালেক মিয়া এবং মনি রহমানের (মনির বর্তমান ঠিকানা- বাড়ি নম্বর: বি-৪, হাউজ নম্বর: ৭/৩, আওরঙ্গজেব রোড মোহামদপুর, ঢাকা-১২০৭) ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা স্থগিত করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের (বাবা রফিকুল ইসলাম, বর্তমান ঠিকানা ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স ৭৩, কাকরাইল, ঢাকা) ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) যুবলীগের সদ্যবিদায়ী চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ২০ নেতার ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর।

এ সম্পর্কিত আরও খবর