১৪ দলের সঙ্গে মিশতে চান মেনন: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 03:37:50

একাদশ সংসদ নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করায় ১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রবেশ নিষেধ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মেনন।

ফোনালাপ নিয়ে কাদের বলেন, 'তার (মেনন) সঙ্গে আজ আমার কথা হয়েছে। তিনি বলেছেন, ১৪ দলের সঙ্গে মিশতে চান।'

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।

কাদের বলেন, 'তিনি (মেনন) যে বক্তব্য দিয়েছেন তা আংশিকভাবে প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ বক্তব্য ছাপা হলে এ বিভ্রান্তি ছড়াতো না বলে তিনি আমাকে জানিয়েছেন। তার বক্তব্যে তিনি বলেছেন, এবারের নির্বাচন ২০০৮ সালের মতো উৎসবমুখর হয়নি।'

কাদের বলেন, '১৪ দলের সাথে তার বসার কথা। ১৪ দলকে তিনি তার বক্তব্য নিয়ে কী ব্যাখ্যা দেবেন সেটা শোনার অপেক্ষায় রইলাম। তিনি আমাকে বলেছেন, তিনি যেভাবে খবর প্রকাশিত হয়েছে সেভাবে বক্তব্য দেননি। তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে। যে কারণে তিনি বিভ্রান্তিতে রয়েছেন।'

১৪ দলের নেতাদের বৈঠকে রাশেদ খান মেননকে যেতে নিষেধ করার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, 'রাশেদ খান মেনন যখন মিটিংয়ে আসেননি অবশ্যই এর কোনো একটা কারণ রয়েছে। তিনি অসুস্থ কিনা তা জানি না, তবে হতেও পারে, আমি সঠিক জানি না। তার বক্তব্য নিয়ে একটা বিভ্রান্তি আছে। সে কারণে আপাতত তাকে সভা থেকে বিরত থাকার বিষয়ে বলা হতে পারে। তবে তিনি ১৪ দলের সঙ্গে বসতে চেয়েছেন, তার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে। এ বিষয়ে রাশেদ খান মেনন গতকালকে আমাকে ফোন করেছিলেন এবং ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। তখন আমি ব্যস্ত ছিলাম। আজ সকালে তাকে ফোন দেওয়া হয়।'

উল্লেখ্য, সম্প্রতি ১৪ দলের মুখপাত্র নাসিমের বাসায় দলের নেতাদের বৈঠক হয়েছে সেখানে রাশেদ খান মেননকে যেতে নিষেধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর