নভেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 14:36:40

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা মাসজুড়ে নানা কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ আলোচনা সভা শেষে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, '৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওইদিন সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'

তিনি বলেন, 'দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।'

বিএনপি মহাসচিব বলেন, 'অঙ্গ সংগঠনগুলো তাদের নিজেদের মতো করে কর্মসূচি পালন করবে। আলোচনা সভা মিছিল মিটিং করবে। কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি পালন করা হবে।'

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ফখরুল বলেন, 'একজন রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তারের নৈতিক কর্তব্য। কিন্তু তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছেন।'

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর