গণতন্ত্রের জন্য সরকারকে সরাতে হবে: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 09:26:49

গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই সরকারকে সরাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, 'গণতন্ত্রের সংগ্রামে ২৬ লাখ মামলা হয়েছে। ৫০০ মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে যে ঐক্য সৃষ্টি করেছিলাম সেই ঐক্য অটুট রেখে, মানুষকে একত্রিত করে সামনের দিকে যেতে হবে। অবশ্যই এই দানবকে পরাজিত করতে হবে।'

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, 'এ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র কেড়ে নিয়েছে। ১৯৭৫ সালে যে বাকশাল গঠন করা হয়েছিল, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সেই লক্ষ্যে সব কাজ করছে। তারা অনেক দূর এগিয়ে গেছে। এবার বাকশাল গঠন করার কৌশলটা ভিন্ন। তাদের সামনে গণতন্ত্রের একটি মুখোশ রেখে দিয়েছে। সেই লক্ষ্যে তারা ভিন্নমতকে ধ্বংস করে দিয়েছে।'

তিনি বলেন, 'শুধু বিএনপি কিংবা ২০ দল নয়, আজ সমগ্র বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা একটা মুক্ত সমাজে বসবাস করতে চায়, সমৃদ্ধশালী অর্থনীতির সমাজে বাস করতে চায় তারা সবাই আজ হতভাগ্য হয়ে গেছে। তাদের সমস্ত স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন এই সরকারকে সরানো। সরকারকে সরাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'যে নেত্রী সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছরের সংগ্রাম করেছেন। এখনো তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বিনা কারণে তাকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এখন তার স্বাস্থ্য খারাপ, তার অসুখ বেড়েছে সেটাও গোপন করে রাখা হয়েছে।'

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর