খোকার দেশে ফেরার ব্যবস্থা সরকারের করা উচিত: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম ঢাকা | 2023-08-30 03:55:39

অসুস্থ বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দেশে ফেরার ব্যবস্থা সরকারের করা উচিত বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বোরবার (৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা উত্তর মহানগর বিএনপি।

ফখরুল বলেন, 'ঢাকাসহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদের কাছে সাদেক হোসেন খোকা অত্যন্ত প্রিয় মুখ। ঢাকা মহানগরীর প্রত্যেক নেতাকর্মীর কাছে তিনি অত্যন্ত দরদী একজন মানুষ। আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যাদের প্রয়োজনে তিনি এগিয়ে আসেননি। স্বৈরাচারের মিথ্যা মামলার কারণে সাদেক হোসেন খোকা দেশের বাইরে।'

তিনি বলেন, 'সাদেক হোসেন খোকা বরাবর আমার কাছে বলেছেন, তার রোগ না থাকলে তিনি দেশে এসে জেলে থাকতেন। তবুও তিনি মানুষের কাছাকাছি থাকতে চেয়েছিলেন। দেশের মাটিতেই তিনি সমাহিত হতে চান।'

তিনি আরও বলেন, 'আজ সকালে তার ছেলে ফোন দিয়ে বলেছে, বাবার শেষ ইচ্ছা দেশের মাটিতে যেন তার শেষ ঠিকানা হয়। সে তার বাবার ইচ্ছা পূরণ করতে চায়। তাই সুস্থ অবস্থায় সাদেক হোসেন খোকার দেশে ফেরার সব ব্যবস্থা সরকারের করা উচিত।'

'আজ আমরা দুঃশাসনের যাঁতাকলে পড়েছি। শুধু সাদেক হোসেন খোকা নয়, অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছেন'- যোগ করেন বিএনপি মহাসচিব।

দোয়া মাহফিলে বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর