‘ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে’

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 09:32:31

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি) বলেছেন, ‘বৃহৎ প্রতিবেশি হিসেবে ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে। আর তাই ঐতিহ্যের বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে চাই।’

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে ভারতের আসাম থেকে আসা একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘বাংলাদেশ আর ভারতের মানুষের মাঝে বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ভাষা ও সংস্কৃতিতে রয়েছে দারুণ মিল। শুধু সীমান্তরেখা কোন বিভেদ সৃষ্টি করতে পারেনি বন্ধুপ্রতিম দুটি দেশের মানুষে-মানুষে। দুটি দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের দৃঢ়তা পারস্পরিক অধিকার সংরক্ষণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কখনোই বন্ধু-বন্ধুকে এবং ভাই-ভাইকে কোন অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।’

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা (এমপি) বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে লাখ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়ে ভারত অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় দিয়েছে। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্ব বিরাজ করছে।’

তিনি বলেন,‘ভূপেন হাজারিকার গান এদেশের মানুষের মুখে মুখে চিরকাল থাকবে। তার গান অধিকার আদায় এবং মানবিক সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে চিরকাল।’

ভারত রত্ন এবং উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ডক্টর ভূপেন হাজারিকার অষ্টম মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে এসেছে।

প্রতিনিধি দলে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার ছোট ভাই সমর হাজারিকা, বিশিষ্ট লেখক পদ্যশ্রী সূর্য হাজারিকা, সর্বভারতীয় কংগ্রেসের আসাম রাজ্যের সেক্রেটারি রমেন রব ঠাকুর, বিশিষ্ট সাংবাদিক দেবজিৎ ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভৌমেন ভারতীয়া, আসামের সঙ্গীত তারকা দীক্ষু শর্মা।

এছাড়াও ড. মেন্দাস, ড. দীপালী দাস, দিশ্রী শর্মা, দেবজিৎ, বিজয়তা শর্মা, দাওয়ার হাজারিকা, ইবা হাজারিকা, নয়ন প্রতীম কুমার, বিধানতা শর্মা, বিধান দাস গুপ্ত, ড. সৌরভ ভারতী উপস্থিত ছিলেন।

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার (এমপি) সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর