নেতৃত্ব নির্বাচনে সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের কাউন্সিলররা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-01 18:33:12

নেতৃত্ব নির্বাচনে সারাদেশ থেকে আসা কৃষক লীগের কাউন্সিলররা এখন সোহরাওয়ার্দী উদ্যানে। প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কাজ করবেন এমন নেতৃত্ব চান তারা।

বুধবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হবে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা। তবে সকাল ৮টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলররা দলে দলে, কখনওবা বড় মিছিল নিয়ে প্রবেশ করেন সোহরাওয়ার্দী উদ্যানে।

কৃষক লীগের ১০ম সম্মেলনে সাড়ে আট হাজার কাউন্সিলর ও আট হাজার ডেলিগেট যোগ দেয়ার কথা রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন কৃষক লীগের কাউন্সিলর ও নেতাকর্মীরা, ছবি: শাহরিয়ার তামিম

এদিকে সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উদ্যানের দু’টি গেট দিয়ে ঢুকছেন কাউন্সিলর ও নেতাকর্মীরা। এছাড়া ভিভিআইপি গেট দিয়ে ঢুকছেন অতি গুরুত্বপূর্ণরা। নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকেই তল্লাশি করেই ঢুকতে হচ্ছে সম্মেলনস্থলে। ব্যাগ, ধারালো বস্তু নিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে থাকা গেটের সামনে প্রবেশের আগে মিছিল নিয়ে শোডাউন করছেন নেতাকর্মীরা। তবে টিএসসির পাশের গেটে নেতাকর্মীদের চাপ লক্ষ্য করা গেছে। সে তুলনায় বাংলা একাডেমির সামনের গেটে চাপ কিছুটা কম।

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন কৃষক লীগের কাউন্সিলর ও নেতাকর্মীরা, ছবি: শাহরিয়ার তামিম

কিশোরগঞ্জের তারাইল থানা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমরা যোগ্য নেতাকেই নির্বাচন করব। যিনি গ্রামীণ পর্যায়ের কৃষকদের নিয়ে ভববেন। নেতৃত্বে যেই আসুক, আমরা চাই, তারা প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে কথা বলুক। তাদের অধিকার নিয়ে কাজ করুক।

মাদারীপুরের ঘটনজি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মওলা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, নেত্রী যাকে যোগ্য মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন। আমরা সেটিই মেনে নেব। তবে আমরা চাই, যোগ্য কেউ দায়িত্বে আসুক। তৃণমূল পর্যায়ের কৃষকদের নিয়ে কাজ করুক।

সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন কৃষক লীগের কাউন্সিলর ও নেতাকর্মীরা, ছবি: শাহরিয়ার তামিম

প্রসঙ্গত, কৃষক লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সাত বছর পরে কৃষক লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরাও চাঙা হয়ে উঠেছেন। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবার আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন শুরু হতে যাচ্ছে। কৃষক লীগ থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর যুবলীগের কংগ্রেসের মধ্যে দিয়ে শেষ হবে এ সম্মেলন। এরপর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

এ সম্পর্কিত আরও খবর