ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি'র দোয়া মাহফিল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 19:49:05

মহানবী হজরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন (ঈদে মিলাদুন্নবী) উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলটির অন্যান্য নেতাকর্মী।

রিজভী বলেন, হজরত মুহাম্মদ (সা:)-কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। আমরা মহানবীর (সা:) এর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। তার আদর্শ ধরে রাখলে আমাদের সমাজে অনাচার এভাবে বৃদ্ধি পেত না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভিন্ন ধরনের আইয়ামে জাহেলিয়াত যুগ চলছে। এটা আওয়ামী জাহেলিয়াত যুগ। নির্দ্বিধায় মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছে না, শিশুরাও লাঞ্ছনা-ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়ামে জাহেলিয়াত যুগ। যে আইয়ামে জাহেলিয়াত যুগের বিরুদ্ধে মহানবী রুখে দাঁড়িয়েছিলেন, সেই যুগের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে।

সিনিয়র এ মহাসচিব বলেন, বারবার বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন ওয়ান-ইলেভেনের আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান ইলেভেনে ষড়যন্ত্র হয়েছে। আবার এখনও কিছু ষড়যন্ত্রের কথা-বার্তার আভাস আমরা শুনতে পাই।

এ সম্পর্কিত আরও খবর