আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, 'পরিবহন খাতের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। পরিবহন চাঁদাবাজির ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি সব একই সিন্ডিকেট। এখান থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যে দলই ক্ষমতায় থাক, শ্রমিক দল বা শ্রমিক লীগ সবাই পরিবহন চাঁদাবাজি করে। এ চাঁদাবাজির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও জড়িত।'
বুধবার ( ২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'আজকে একটা ভালো আইন করা হয়েছে। এ পরিবহন আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে জনগণকে জিম্মি করে ধর্মঘট শুরু করেছে। আমরা জনগণকে জিম্মি করা ধর্মঘটের রাজনীতি সমর্থন করি না। পরিবহন আইন আমাদের অনেক আগেই করা দরকার ছিল। জনগণের স্বার্থ রক্ষার জন্যই এ আইন করা হয়েছে। আইন করার সময় পরিবহন মালিকের-শ্রমিকের মতামত নেওয়া হয়েছে। অথচ আজকে তারা ধর্মঘট শুরু করেছে।'
তিনি আরও বলেন, 'কোন দেশে আছে রাস্তায় মানুষ মরবে কিন্তু বিচার হবে না? আমি সরকারকে বলব, ক্যাসিনো নিয়ে যেমন অভিযান শুরু হয়েছে, তেমনি পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করা হোক। এদের শক্ত হাতে দমন করতে হবে।'
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ডা. মুরাদ হাসান, ওমর ফারুক পাঠান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শাহে আলম মুরাদ, ফাল্গুনী হামিদ সহ অন্যান্যরা।