‘সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:11:15

আওয়ামী লীগ সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘আজ আমাদের পররাষ্ট্রনীতি নতজানু। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। ব্যাংক লুটপাটকারীদেরকে আওয়ামী লীগ পাহারা দিয়েছে। শেয়ার বাজার লুট হয়েছে। সরকারের পচন লেগেছে।’

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজ বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখা ছাড়া তাদের বিকল্প পথ ছিল না।’

খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির সমাবেশ

তিনি আরও বলেন, ‘কয়দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির মুখ ছাড়া নাকি তারা সব নিয়ন্ত্রণ করছে। মুখ ফসকে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিক কথায় বলেছে। যদি বিচার বিভাগ ও আইন বিভাগ তাদের নিয়ন্ত্রণে না থাকতো, তাহলে দেশে এত অনাচার থাকতো না। ঢাকা শহরে ক্যাসিনোর নিয়ন্ত্রণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগের হাতে ছিল। সবকিছুর উপরে তাদের নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণে না থাকলে ২০ টাকার পেঁয়াজ ২০০ টাকা হতে পারতো না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক হুইপ জয়নাল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ হাজার হাজার নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর