দুর্নীতির উন্নয়ন আমরা চাই না: মির্জা আব্বাস

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-18 20:53:26

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু দুর্নীতির উন্নয়ন চাই না।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকারের কোনো এক নেতা বলেছেন, দেশে যদি লুটপাট না হতো, তাহলে বাংলাদেশে আরো অনেক বেশি উন্নয়ন হতো। ১১ বছর ধরে তারাই তো আছেন ক্ষমতায়। বিএনপি ক্ষমতায় নেই, অন্য কোনো দলও ক্ষমতায় নেই। তাহলে এতো লুটতরাজ কেন হয়? কোথায় হয়? কী কারণে হয়? অবাধ লুটপাট করার জন্য খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

স্লোগান দিয়ে যদি আমরা মাঠে নামতে না পারি, তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে না। যে দিন স্লোগান দিয়ে আমরা রাস্তায় নামতে পারব, সেদিন খালেদা জিয়ার মুক্তির প্রয়োজন হবে না, এ সরকার তখন দেশ ছেড়ে পালিয়ে বাঁচবে, বলেন মির্জা আব্বাস।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর