বিএনপি'র ৫০০ নেতাকর্মীর নামে মামলা 

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:23:49

রাজধানীর হাইকোর্টের সামনে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শাহবাগ থানায় এই মামলা দায়ের করেছে পুলিশ। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

থানার এই কর্মকর্তা বলেন, 'বিএনপির কর্মীরা সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচি পরিকল্পিত। তারা ভাঙচুর চালানোর জন্য আগে থেকে ট্রাকে করে লাঠিসোটা নিয়ে আসেন। এ কারণে বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।'

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বের হয়ে হাইকোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে থেমে যায়। নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এক পর্যায়ে সেখানকার সড়কে বসে পড়েন। সড়কে দেওয়া হয় ব্যারিকেড। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি জিপ গাড়ি ও কয়েকটি প্রাইভেট কার রয়েছে।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এ সময় পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে।

এ সম্পর্কিত আরও খবর