সাদাসিধে জীবন অনেক সম্মানের: শেখ হাসিনা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 19:34:04

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরিয়ানি-পোলাও খাওয়া, ব্র্যান্ডের কাপড় পরার থেকে সাদাসিধে জীবন যাপন করা অনেক সম্মানের। অন্তত অবৈধ টাকা, চোরাই টাকা এসব মনেও আসবে না। শান্তিতে ঘুমানো যাবে। আসলে টাকা বানানো একটা রোগ। কারণ একবার যে টাকা বানায় তার শুধু বানাতেই ইচ্ছে করে। টাকার পেছনে ছুটছে এই ধরনের সামাজিক অবস্থা আমরা চাই না। দুর্নীতির টাকা দিয়ে যতই বিলাসিতা করুক মানুষ পেছনে দুর্নীতিবাজ, চোর বলে গালি দেবে। সেই গালিটা হয়তো শোনা যাবে না।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বা এরশাদের জাতীয় পার্টির সৃষ্টি হয়েছে হত্যা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করার জন্য। এরা মাটি থেকে গড়ে উঠেনি, মানুষের কথা চিন্তা করে গড়ে উঠেনি, বরং অবৈধভাবে ক্ষমতা দখল, অবৈধ ক্ষমতা বৈধকরণের হাতিয়ার হিসেবে এই দলগুলো সৃষ্টি হয়েছে। কাজেই তাদের চরিত্রটা হচ্ছে আলাদা। তারা হচ্ছে সুবিধাভোগী, খাওয়া পার্টি। তারা মানুষকে কিছু দিতে পারে না।’

বিএনপি ও আওয়ামী লীগ সরকারের মধ্যে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে পারে না। বিএনপির কাজই হলো মানুষকে যন্ত্রণা দেওয়া। তারা শান্তি দিতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সময় দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছিল। আমরা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। তাদের কাজই হলো দুর্নীতি করা, লুটপাট করা আর মানুষকে নির্যাতন করা। হাওয়া ভবন খুলে লুটপাট করার সুযোগ তৈরি করা হয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জীবনযাপন উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, জনগণের পুষ্টির দিকে নজর দিচ্ছি। আমরা ঢাকা শহরে ১১টি সরকারি স্কুল ও ছয়টি কলেজ করে দিচ্ছি। এভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক সরকারি স্কুল করা কিংবা যেখানে স্কুল নেই সেখানে সরকারি স্কুল করার ব্যবস্থা করছি।’

শেখ হাসিনা বলেন, বস্তিবাসীরা যাতে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে এজন্য আমরা ফ্ল্যাটবাড়ি নির্মাণ করে দিচ্ছি। দু:খের কথা আমি বলবো কী- আমরা ক্ষমতায় থাকতে সুইপার যাদের আমি বলি পরিচ্ছন্নকর্মী তাদের থাকার ভালো ব্যবস্থা ছিল না। আমরা প্রকল্প নিলাম যে তাদের জন্য আমরা বহুতল ভবন করে দেব। বিএনপি ক্ষমতায় আসল এবং বিএনপির নেতা হলো ঢাকার মেয়র।  সেই সুইপার কলোনির টাকাটা পর্যন্ত এমনভাবে চুরি করে খেয়ে গেলো যে সেই দালানগুলি আর থাকার মতো না। হেলে পড়ে যায়। 

এ সম্পর্কিত আরও খবর