‘দিয়া-করিমের মামলার রায় দুর্ঘটনা রোধে সহায়ক হবে’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:55:54

দিয়া-করিম হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় সন্তোষ জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুব দ্রুত বিচার হয়েছে। এ রায় অন্য ঘটনাকে নিরুৎসাহিত করবে। কিছু দুর্ঘটনা, কিছু অপরাধ হয়ে থাকে। তবে আমি মনে করি এ রায়ের প্রেক্ষিতে এ ধরনের দুর্ঘটনা রোধে সহায়ক হবে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাসের রোল মডেল বিএনপি। এটা তাদের বেলাতেই প্রযোজ্য। ভুল করে তারা এগুলো অন্য দলের বিরুদ্ধে বলে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, আওয়ামী লীগে ভোট দেওয়ার অপরাধে ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছেন, ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দলেরই নেতা যারা খুন, ধর্ষণের রাজনীতি করেন।

এসময় সিপিবির সভায় হামলার নিন্দা জানান তথ্যমন্ত্রী।

সভায় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা উপ কমিটির সদস্য শেখ সারহান নাসের তন্ময়, মুহাম্মদ আশরাফ সিদ্দিকী বিটু, সানজিদা খানমসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর