চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সম্মেলন ঘিরে নগরে উত্তাপ 

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম  | 2023-08-26 04:41:26

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নগরজুড়ে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পুরো কাজীর দেউরি এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হলের ভেতর নির্বাচিত ৩৬৬ জন কাউন্সিলর এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে লালদিঘি মাঠে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় নগরের কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে। কড়া নিরাপত্তায় হলের ভেতর কাউন্সিলরদের ভোটাভুটিতে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হবেন সভাপতি-সাধারণ সম্পাদক।

সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আবদুর রউফ বার্তা২৪.কমকে বলেন, পুরো এলাকা জুড়ে আমাদের সাড়ে পাঁচ'শ পুলিশ সদস্য অবস্থান করছেন। কমিটি ঘোষণার পর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

কাজীর দেউরি এলাকাকে ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে সভাপতি-সম্পাদক পদপ্রার্থীদের কর্মীরা।

বাইরে অবস্থান নেওয়া হাটহাজারী এলাকার ওয়ার্ড নেতা কাজী ফারুক বার্তা২৪.কমকে বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ভাইকে সভাপতি পদে আমরা দেখতে চাই। তিনি কর্মীবান্ধব নেতা।

এ সম্পর্কিত আরও খবর