চট্টগ্রাম-৮ উপনির্বাচনে জাপার প্রার্থী বাবলু

আওয়ামী লীগ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-21 06:05:46

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে লড়বেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নিজ আসন চট্টগ্রাম-৬ থেকে নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মহাজোট থেকে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে চট্টগ্রামে অঞ্চলে মহাজোট থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হন। পরে রংপুর-২ ও নীলফামারী-৪ আসনে প্রার্থী হওয়ার জোর চেষ্টা চালান। কিন্তু জাপার স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে ফিরে যেতে বাধ্য হন।

জিএম কাদের বলেন, আমরা আশা করি জিয়াউদ্দিন আহমেদ বাবলু জয় ছিনিয়ে আনতে পারবে। ২০১৮ সালের নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করেছি। রংপুর উপ-নির্বাচনে জোটগতভাবে হয়েছে। এখনও আলাপ আলোচনা চলছে। যদি কোনো সমঝোতা হয় সেভাবে ব্যবস্থা নেওয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আজম খান, অ্যাড. সালমা ইসলাম, এসএম ফয়সল চিশতী, মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, তাজ রহমান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর