সিটিতে এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জাপা

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-31 10:53:31

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আজ থেকে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করবো। এখন জাতীয় পার্টি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, যারা যোগদান করলেন তাদের স্বাগত জানাচ্ছি। নেতা হওয়া মানে অর্থ রোজকার নয়। নেতা হওয়া মানে সমাজের প্রতি ত্যাগ স্বীকার করা। অর্থ সম্পদের চেয়ে শ্রদ্ধা ভালোবাসা বড় সম্পদ এর কোনো বিনাশ নেই।

এই মুহূর্তে দেশে তিনটি বড় দল, যাদের সারাদেশে সংগঠন রয়েছে। এগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি। এই তিন দলের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় দল জাতীয় পার্টি। জনগণ তাই মনে করে।
আমরা সংসদে দুই নম্বর দল, এক নম্বর কোনো কারণে পিছিয়ে পড়লে দুই নম্বর সামনে চলে আসে।

জিএম কাদের বলেন, নব্বইয়ের পর সুশাসনের দিক থেকে কোনো দল ভালো করতে পারে নি। অধিকারের প্রশ্নে, দুর্নীতি বেকারত্ব দূরীকরণের প্রশ্নে, মাদকের প্রশ্নে আমরা ভালো ছিলাম, জাতীয় পার্টি ক্ষমতায় এলে আবার সেদিন ফিরিয়ে আসতে পারে।

ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী লিটনের নেতৃত্বে বিএনপির বেশকিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। একই আয়োজনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহর নেতৃত্বে ঢাকা মহানগরের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সহ সভাপতি সোহেল রানা, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা হাসু, ঢাকা জেলার সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, লক্ষীপুর জেলা জাগপার সদস্য সচিব আওলাদ হোসেন জিকুসহ জাগপা ও যুব জাগপার দুই শতাধিক নেতাকর্মী জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্য উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর