আ.লীগের ফরম বিতরণ শুরু বুধবার

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-26 14:43:25

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে বুধবার (২৪ ডিসেম্বর)।

বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন ফরম জমা দেয়া যাবে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত।

আগামী ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকেই প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার বিকেল ৩টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে বার্তা২৪.কম-কে জানান মেয়রের ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন।

উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর