জাতীয় পার্টির সাত কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার সম্মেলন শেষে রোববার (২৯ ডিসেম্বর) কো-চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র কো-চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কো-চেয়ারম্যান হয়েছেন—এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আইইবি মিলনায়তনে জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলে কণ্ঠভোটে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক, জিএম কাদেরকে চেয়ারম্যান এবং মশিউর রহমান রাঙাকে মহাসচিব নির্বাচিত করা হয়।
সম্মেলনে জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক, ৫ জন কো-চেয়ারম্যান, ৮ জন অতিরিক্ত মহাসচিব ও ১ জন যুগ্ম দপ্তর সম্পাদকের পদ বাড়ানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম প্রথমে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশনের নাম প্রস্তাবনার কথা বলেন, কাউন্সিলর ডেলিগেটরা সমর্থন দেন। এরপর চেয়ারম্যান পদে জিএম কাদেরের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
শনিবার জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দলটির নবনির্বাচিত প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।