বরিশাল সিটিতে এমপির বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 04:23:59

 

ঢাকা: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘন করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ সার্কিট হাউস ও বরিশাল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১১ জুলাই)  বিকেলে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, সিটি কর্পোরেশনের সীমানার বাইরে থেকে লোকজনদের নিয়ে এসে নৌকা মার্কার পক্ষে মহড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহানগরী জুড়ে অবাধে নির্বাচনী মিছিল করছে। অথচ ধানের শীষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার প্রচার মিছিল বের করলে সেখানে পুলিশ বাধা দিচ্ছে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোর বিরোধী নির্বাচন কমিশন প্রাণহীন পাথরের মতো নির্বিকার বসে আছে। তাদের কাছে বিরোধী দলের প্রার্থীর অভিযোগের কোন মূল্য নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর