আজ থেকে লড়াই শুরু, লড়াই চলবে: মান্না

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 18:19:30

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি যা শপথ নিব, তা করে ছাড়বো। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না। আজ থেকে গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্য আয়োজিত 'গণতন্ত্র উদ্ধার আন্দোলনে' তিনি একথা বলেন।

তিনি বলেন, আজ থেকে আমরা গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে আমরা জিতবো এবং এই আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই আন্দোলন সবার। আজ থেকে লড়াই শুরু করেছি এ লড়াই চলবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকার দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারাবিশ্বে ভোট হয় দিনে আর এখানে ভোট হয় রাতে। সারা পৃথিবীতে নির্বাচন হয় নির্বাচনের দিন, আর এখানে নির্বাচন হয় তার আগের দিন। এই সরকারকে বলবো আপনাদের যেতে হবে, কিভাবে যাবেন আপনি সিদ্ধান্ত নেন।

তিনি আরো বলেন, দেশের সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। পেঁয়াজ, আলু সবকিছুর দাম বেড়েছে। মানুষ খেতে পারছেনা অথচ সরকারদলীয় নেতাকর্মীরা লন্ডন, আমেরিকায় বাড়ি-গাড়ি করছে, বিদেশে টাকা পাচার করছে। এই সরকারকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বিএনপি'র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, বিএনপি'র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর