জাতীয় পার্টির ৮ অতিরিক্ত মহাসচিব নিয়োগ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 02:06:53

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ৮ জন অতিরিক্ত মহাসচিব নিয়োগ দিয়েছেন।

তারা হলেন— গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম এমপি (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া (চট্টগ্রাম বিভাগ) ও লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)।

৯ম জাতীয় কাউন্সিলে জাতীয় পার্টিতে ৮ অতিরিক্ত মহাসচিব পদ সৃষ্টি করা হয়। এর আগে অতিরিক্ত মহাসচিব পদ ছিল না।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ উপধারা ১ (১) ক মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হলো। একইসঙ্গে জাতীয় পার্টির আট বিভাগীয় সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর