আ.লীগের বর্ধিত সভায় কাউন্সিলরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 11:06:56

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডির ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিশেষ এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভা থেকে যে সকল ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের সমঝোতা করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অব. ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাদেক খান, আসলামুল হক, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি প্রমুখ।

আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ও দলীয় কর্মীরা

আলোচনায় অংশ নিয়ে এসএ মান্নান কচি বলেন, আমাদের অনেক যোগ্য কাউন্সিলর প্রার্থী দলের মনোনয়ন পাননি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রত্যাহার করে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন। আপনাদের দলের অন্যান্য পদে মূল্যায়ন করব।

সাদেক খান বলেন, যারা বঞ্চিত হয়েছেন তাদের দলের কমিটিতে অন্তভূক্ত করা হবে।

আসলামুল হক বলেন, আমরা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবো না, আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি বিএনপির বিপক্ষে, জাতীয় পার্টির বিপক্ষে। দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে কেউ থাকবেন না। সবাই ঐক্য হন। মেয়র প্রার্থীসহ দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর