দেশের কিছু সুবিধাবাদী নেতাকে কিনে দল গঠন করে বর্তমান রাজনীতিতে যে অবক্ষয় হয়েছে, তার সূচনা করেছেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতির লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি একটি দেশের সেবার জন্য। ইতিহাসে এমন অনেক নেতা আছেন, এমপি-মন্ত্রী না হয়েও যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে; যেমন, সূর্যসেন। কিন্তু ক্রিকেট খেলার খেলোয়াড় কেনার মত মির্জা ফখরুলদের কিনে দল গঠন করে বর্তমান রাজনীতির যে অবক্ষয় হয়েছে, তার সূচনা করেছেন জিয়াউর রহমান। মির্জা ফখরুল প্রথমে বিএনপি করতেন না, তার বাবাও অন্য দলের ছিলেন।
সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপি’র উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা। তারা নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি তাদের বলব নির্বাচনে জয়লাভের জন্য অংশগ্রহণ করুন, বিতর্কিত করার জন্য নয়। দেশের ৯৫ ভাগ লোক বলবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দল পরিচালনা করতে ব্যর্থ।
সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে হাছান মাহমুদ বলেন, সৈয়দ নজরুল ইসলাম এবং তার সন্তান সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তারা দেশের জন্য তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে রাজনীতি করে গেছেন। ২০০৭ সালে নেত্রী যখন কারাগারে ছিল তখন সৈয়দ আশরাফ ভাই বিদেশ থেকে দেশে এসে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করেছিলেন। নেত্রী এবং দলের অনেক নেতাকর্মী জেলে থাকা অবস্থায় তিনি নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ বেতারের শিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা নাসির আহমেদ সহ অন্যান্যরা।