আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো কারণে হোক ছাত্রলীগের সুনাম কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। হারিয়ে যাওয়া সুনাম পুনরুদ্ধার করতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মানুষের প্রতি ভালোবাসা। বঙ্গবন্ধুর পরিবারের সততা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ছাত্রলীগের কর্মীদের বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নিতে হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলে পাকিস্তানের চেয়ে চার গুণ বেশি ফরেন কারেন্সি রিজার্ভ এখন বাংলাদেশের। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে সৎ, বিচক্ষণ এবং সাহসী জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।
কাদের বলেন, শেখ হাসিনা যদি না থাকতেন, তবে বঙ্গবন্ধুর হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হতো না। বিশ্বব্যাংক পিছিয়ে গেলেও তিনি সাহসিকতার সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ সীমান্ত, সমুদ্র, মহাকাশ বিজয় করেছে। আমরা তাকে অনুসরণ করবো।