‘বিএনপিকে মোকাবিলায় আমাদের ক্লিন ইমেজের ২ প্রার্থীই যথেষ্ট’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-15 00:51:20

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছি না। প্রচারণায় আমাদের এমপি-মন্ত্রীদের অংশ নেওয়ার প্রয়োজন হবে না। বিএনপির প্রার্থীদের মোকাবিলায় আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র পদ প্রার্থীই যথেষ্ট।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আপনাদের মন্ত্রী-এমপিদের চ্যালেঞ্জ করতে হবে না। আপনাদের মোকাবিলা করতে আমাদের ক্লিন ইমেজের মেয়র প্রার্থীরাই যথেষ্ট। আপনি নিজেই এমপি হয়ে পদত্যাগ করে একটা নাটক করেছেন।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর এক সভা শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, তবে এমপি এবং মন্ত্রীরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন, সেভাবে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী-এমপিরা ক্যাম্পেইনে যাবেন না, তারা দলের ভেতরে অন্যান্য কাজ করবেন। নির্বাচন কমিশন আচরণবিধি যেভাবে প্রয়োগ করতে চায় করবে, সেখানে আমরা দ্বিমত পোষণ করি না।’

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

সভায় যেসব বিষয় আলোচনা হয়েছে, সেগুলো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় শীত এবং শৈত্যপ্রবাহ চলছে। সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ৪৫ লাখ শীতবস্ত্র এবং তিন কোটি টাকা বিতরণ করা হচ্ছে। আমাদের দলের বিভিন্ন টিম বিভিন্ন জেলায় গিয়ে টাকা ও শীতবস্ত্র বিতরণ করবে।’
‘জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ ২৯টি জেলা-মহানগর কমিটির কাজ সমাপ্ত করেছি। বাকি যেসব জেলার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোর কমিটি দেওয়ার কাজ চলছে,’ বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘১৮ জানুয়ারি আমরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাব। সেখানে মিলাদ মাহফিল এবং একটি সংক্ষিপ্ত সভা করা হবে। ওই দিন জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেলের সামনে থেকে সকাল ৭টায় আমরা গাড়িতে রওনা হব। সেখানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হবে।’

এ সম্পর্কিত আরও খবর