পেশাজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-16 06:29:45

জাতীয়তাবাদী পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। বৈঠকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মধ্যমে যোগ দেন।

রোববার (১২ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিকাল সাড়ে তিনটার দিকে এ বৈঠক শুরু হয়।

জানা যায়, বৈঠকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাজীবীদের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা এবং পেশাজীবীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনে বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর সাদরুল আমিন, প্রফেসর ইউসুফ হায়দার, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের সভাপতি ড. হারুনুর রশীদ, জিয়া ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হালিম ডোনার, ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা সিদ্দিকী, বিএফইউ এর সভাপতি রুহুল আমিন গাজী, মাহাসচির এম আবদুল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলাম, মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম, আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মুজতাহিদুর রহমানসহ প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর