ঐক্যবদ্ধ হয়ে অধিকার কেড়ে নিতে হবে: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-06 14:45:12

সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার কেড়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, ‘দেশে প্রকৃত অর্থে নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনা করবে। সেখানে আজকে আমাদের সহ্য করতে হচ্ছে, নির্বাচনের নামে প্রহসনকে। যারা নির্বাচিত না তারা রাষ্ট্রক্ষমতাকে জবরদখল করে চালিয়ে যাচ্ছে। এখানে জনগণ আজ বঞ্চিত। আজকের সকল মানুষের পক্ষে আমাদের বলতে হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের অধিকার কেড়ে নিতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় দু’বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সরকার দেশ চালাচ্ছে চালাক। তবে আমাদের যে মালিকের ভূমিকা, সেটা রাখতে হবে। কেননা এটা আমরা পেয়েছি খুব মূল্য দিয়ে। মানুষকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে এটা প্রহসন। অর্থাৎ যারা প্রহসন করে এসেছে তাদের সময় এসেছে সহজ ভাষায় বলার সরে দাঁড়াও। আমি মনে করি- এ ধরনের সভা নয়, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব এবং এটা অর্জন করে ছাড়ব।’

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর