আরও ৪ সংসদীয় আসনে আ.লীগের টিকিট পেলেন যারা

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 08:38:16

ভিন্ন ভিন্ন এলাকায় আবারও নির্বাচনী হাওয়া। মৃত্যু ও পদত্যাগ জনিত কারণে পাঁচটি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। ওই পাঁচ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভানেত্রী সভায় সভাপতিত্ব করেন।

পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা, তারা হলেন- ঢাকা-১০ আসনে এফবিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসেন আমিরুল ইসলাম মিলন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান।

চারটি আসনের উপ নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

এ সম্পর্কিত আরও খবর