বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে, দেশের কাজ দলের কাজ। একজন খালেদা জিয়াকে নিয়ে বার বার প্রশ্নের জবাব দেব সেই সময় আমার নেই’।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে বিশেষ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আছে, আদালতেই ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা যেটা হবার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবে, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই এই প্রশ্নটা করে বার বার বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব দেব না।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে বলেন, করোনাভাইরাস আড়াই মাসের বেশি দীর্ঘায়ত হলে আমাদের চলমান কাজের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। আগামী দুই মাসে এর কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, যদি কোন ঘটনায় বিশ্ব অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়, বিশ্ব অর্থনীতিতে যদি কোনো কারণে মন্দা দেখা দেয় তার প্রভাব প্রতিক্রিয়া সারা বিশ্বেই দেখা দেয়। করোনাভাইরাস আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, সেই অবস্থা এখনো আসেনি। এটা যদি বেশি দিন ধারাবাহিক ভাবে থাকে তাহলে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না।
পদ্মাসেতুর প্রসঙ্গ টেনে যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মাসেতুতে এক হাজার চীনের কর্মী রয়েছে। তারমধ্যে ২৫০ জন কর্মী নববর্ষের ছুটিতে চীন গেছেন। আমাদের যে অবস্থা আগামী আড়াই মাসের মধ্যে তারা ফিরে আন আসলে একটু সমস্যা হতে পারে। আগামী দুই মাসের আমাদের কাজের কোনো ক্ষতি হচ্ছে না। পেঁয়াজের দাম নিয়ে বলেন, দাম অনেকটাই কমেছে। একেবারে যে আগের অবস্থায় আসছে এ কথা আমরা বলছি না। তবে কমেছে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল অব ফারুক খান, শাজাহান খান, আব্দুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকগণ।