‘মোদির সফর দু’দেশের অনিষ্পত্তি বিষয়গুলো সমাধান সম্ভব’

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:30:43

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুমুধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দু’দেশের মধ্যকার অনিষ্পত্তি বিষয়গুলোর তড়িৎ সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’

রোববার (৮ মার্চ) মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আগমন সম্পর্কিত বিষয় নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘আগামী ১৭ মার্চ থেকে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কোনো দলের একক সম্পদ নয়। তিনি দলমত নির্বিশেষে বাঙালি জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে মন্তব্য করেছেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনে সবচেয়ে বড় অর্জন বাঙালি জাতির জন্য একটি স্বাধীন দেশ বাংলাদেশ। এ অর্জনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিপদে পাশে দাঁড়িয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জামাদি দিয়ে সহায়তা করেছে।’

তিনি বলেন, ‘মহান নেতার জন্মশতবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো কর্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদের আমরা বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। মুজিব বর্ষ উপলক্ষে তার আগমনে আমরা আনন্দিত।’

এ সম্পর্কিত আরও খবর