করোনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান নাসিমের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-08 11:37:28

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান। যদি এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ ও মতামত থাকে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সাহায্য করুন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে মুজিব জন্মশতবর্ষ নিয়ে আয়োজিত ১৪ দলের আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, পরিস্থিতি বিবেচনায় মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করেছে ১৪ দল। আগামী ১৭ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি প্রজ্বলন ও দুপুরে মিলাদ মাহফিল করা হবে। আগামী ২০ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন, করোনায় আতংকিত হওয়ার কিছু নাই, আমরা সাহসী জাতি। যে কোনো দুর্যোগে বাঙালি ঘুরে দাঁড়ায়, এবারও সাহসিকতার সাথে মোকাবেলা করবে।

তিনি আরও বলেন, প্রয়োজন না থাকলে এখন বিদেশ থেকেও দেশে আসবেন না। তাছাড়া বিমানবন্দরে ব্যাপক আকারে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

এসময় ১৪ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর