সিটি নির্বাচন ভবিষ্যত নির্বাচনের জন্য অশনি সংকেত : যুক্তফ্রন্ট

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:54:20

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নির্বাচন কমিশন ব‍্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট নেতারা।

প্রধান বিরোধী দলের বরিশাল সিটি নির্বাচন বর্জনকে জাতীয় দুঃসংবাদ উল্লেখ করে নেতারা বলছেন, সরকারের কূটচালের দরুণ নির্বাচন ব্যর্থ হয়েছে। এটা ভবিষ্যৎ নির্বাচনের জন্য অশনি সংকেত।

সোমবার (৩০ জুলাই) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।   

বিবৃতিতে তারা বলেন, সরকারের বোঝা উচিত ছিল এধরনের অবস্থা চললে ভবিষ্যতে জনগণ আত্মসমর্পন করতে প্রস্তুত নয় বরং তারা রুখে দাঁড়াবে।

এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ সম্পর্কিত আরও খবর