প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বলতে চাই যে, করোনাভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই। অন্যান্য দেশে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সে তুলনায় আমাদের দেশে প্রস্তুতি খুবই কম। এই প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য নয়, যারা তাদের চিকিৎসা করবে সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্যও যথেষ্ট প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে।’
রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ নেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ আলোচনা সভার আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র বারবার হত্যা করেছে একদল আর বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরও গণতন্ত্রের জন্য যে বাংলাদেশের জন্ম, সে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বকারী নেত্রী খালেদা জিয়া কারাগারে। আমরা সবাই তার মুক্তি চাই।’
করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ শঙ্কায় আছে, কখন কে করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর এ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে না।’
জাগপা'র সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাতের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।