নিম্ন আয়ের মানুষের পাশে আব্দুর রহমান

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 03:54:09

করোনাভাইরাসে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। বাইরে যাওয়া বন্ধ, তাই কর্মও বন্ধ। এই অবস্থায় পরিবার নিয়ে মহাসংকটে খেটে খাওয়া মানুষগুলো। নিজ এলাকার এমন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সাবেক এই সংসদ সদস্যের পক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের কর্মহীন ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক জনকে ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাস্কসহ খাদ্য-সামগ্রী দেওয়া হয়।

আব্দুর রহমানের পক্ষে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য রইচ উদ্দিন ফকির, গাজনা ইউপির সাবেক চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আযম নিলু, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্যা, নারী নেত্রী তামান্নাসহ অনেকে। প্রায় ৫শতাধিক কর্মহীন অসহায় মানুষকে খাদ্য-সামগ্রী দেওয়া হয় এবং করোনা সংকট পর্যন্ত পরবর্তীতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করা হয়।

নিম্ন আয়ের মানুষের পাশে আব্দুর রহমান

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। থমকে গেছে বিশ্ব মানবতা। আমাদের সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে। সরকার করোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসীকে করোনা যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশবাসীও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনা যুদ্ধে শামিল হয়েছে। কিন্তু সরকারি ছুটিসহ ঘরে থাকার কারণে আমাদের অর্থনীতিতে চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপর।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করছি। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন রাজনীতিবিদ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য মনে করি।

এ সম্পর্কিত আরও খবর