বেতন-ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন ইনু-শিরীন

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:16:07

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই সংসদ সদস্য আগামী তিন মাসের বেতন-ভাতা সরকারের করোনা তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন-ভাতা-সুযোগ-সুবিধার অর্ধেক পরিমাণ এই তহবিলে দান করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাসদের এই সংসদ সদস্যরা হলেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। তারা সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন সকল সংসদ সদস্য। স্পিকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি।

এ সম্পর্কিত আরও খবর