সইফ-উদ-দাহারের মৃত্যুবার্ষিকীতে টাফ ও গণসংহতির শ্রদ্ধা

বিবিধ, রাজনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 00:18:53

জাতীয় মুক্তিসংগ্রামের অন্যতম সংগঠক কমরেড ডা. সইফ-উদ-দাহারের ২২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ এপ্রিল)।

সইফ-উফ-দাহারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) সভাপতি সভাপতি শাহ আতিউল ইসলাম।

ডা. দাহারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংগঠন দুটির নেতারা বলেন, বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম ও তেভাগা আন্দোলনের নেতা ডা. দাহার মুক্তিযুদ্ধে তার অবদান, শ্রমিক-কৃষকের জন্য স্বনির্ভর ইউনিয়ন গড়ে তোলার প্রচেষ্টা, অর্থনীতি ও উপনিবেশবাদ সম্পর্কিত গবেষণা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম করে গেছেন, সে কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

গভীর বেদনার সাথে নেতারা বলেন, প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, সাংস্কৃতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার কাজ ও চিন্তাকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এ বছর করোনা দুর্যোগের কারণে এসব অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তা পালন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর