জাপা চেয়ারম্যানের মনোনয়ন ছাড়া নীতি নির্ধারণী বিবৃতি দেওয়া যাবে না

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:29:19

জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু পার্টির চেয়ারম্যান বা চেয়ারম্যান কর্তৃক মনোনীত কেন্দ্রীয় নেতা নীতি নির্ধারণী বিষয়ে বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।

পার্টির চেয়ারম্যানের অনুমতি ছাড়া জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে বক্তব্য দিলে তা স্পষ্ট দলীয় শৃ্ঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর শৃঙ্খলা পরিপন্থি কাজে কেউ জড়িত থাকলে তার বা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর