জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্বেচ্ছায় দাফন করতে ‘করোনা সহায়তা কমিটি’ গঠন করেছে জাতীয় পার্টি।
দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। কমিটি বিশেষ প্রয়োজনে সারাদেশে সদস্য সংখ্যা বাড়াতে পারবে।