‘গ্রেনেড হামলার বিচার চাওয়া, বিএনপি‘র নিষ্ঠুর রসিকতা’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:44:39

ঢাকা: ২১ শে আগস্টের গ্রেনেড খুনি ও পৃষ্ঠপোষক বিএনপি মুখের গ্রেনেড হামলার বিচার চাওয়াকে নৃশংসতম হত্যাকাণ্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার( ২৮ আগস্ট) রাজধানীর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন ।

কাদের বলেন, ১৫ আগস্টের পর ২১ শে আগস্ট; একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। আমরা সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে আমরা সন্ত্রাসের শিকার হলাম। আমাদের নেত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের শিকার হলেন। কানে শুনতে পান না। আমরা যারা আহত হয়েছিল কেউ নামাজে গেলে সেজদা দিতে পারি না; আহতদের অনেকেই হুইলচেয়ারে বসে থাকে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধু হত্যার বিচার চায়; মহাত্না গান্ধীর হন্তারকরা গান্ধী হত্যার বিচার চায়। ২১ শে আগস্টের খুনিরা, খুনিদের পৃষ্ঠপোষকরা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চায়। আমি সেজন্যই বলছি- কি দেখালাম আজকের পত্রিকার পাতায়- বিএনপি নেতারা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চায়।

‘এটাকে কি বলবেন আপনি? ইতিহাসের নৃশংসতম বর্বরোচিত এক হত্যাকাণ্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা। ধিক্কার জানাই এ রাজনীতিকে, ধিক্কার জানাই এ নোংরা রাজনীতিকে। ’

শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শেষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী যুবলীগ।

আওয়ামী লীগের যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সভাপতিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।

এ সম্পর্কিত আরও খবর