বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারকে না বলে দিলেন ইকার ক্যাসিয়াস। ৩৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক এ গোলরক্ষক চলে গেলেন অবসরে।
বার্নাব্যুতে ১৬ বছরের ক্যারিয়ারে ক্যাসিয়াস রিয়ালের হয়ে খেলেন ৭২৫ ম্যাচ। জেতেন তিনটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি লা লিগা ট্রফি।
ক্যাসিয়াস স্পেনের হয়ে ২০১০ সালে জেতেন বিশ্বকাপ। প্রিয় জন্মভূমিকে ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এনে দেন।
২০১৯ সালের ১ মে পোর্তোর হয়ে অনুশীলনের সময় হার্ট অ্যাটাক করার পর কার্যত ফুটবল থেকে নিয়ে ফেলেন এ তারকা ফুটবলার। আর কোনো ম্যাচ খেলেননি। ২০১৯ সালের জুলাই থেকে কোচিং স্টাফে কাজ শুরু করেন। এবার দিলেন অবসরের আনুষ্ঠানিক ঘোষণা।
পোর্তো থেকে এবার তিনি ফিরছেন পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে। সান্টিয়াগো বার্নাব্যু শিবিরে পরামর্শক হিসেবেই কাজ করবেন ক্যাসিয়াস। থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছাকাছি।